জামালপুরে হতদরিদ্রের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও শিশুদের নতুন কাপড় বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এক্স ক্যাডেট এসোসিয়েশন।
সোমবার দুপুরে শহরের বোষপাড়া এলাকায় এক্স ক্যাডেট এসোসিয়েশনের কার্যালয়ে শতাধিক হতদরিদ্র ও শিশুদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করা হয়। এ সময় এক্স ক্যাডেট এসোসিয়েশনের আহ্বায়ক সাবেক ক্যাডেট আন্ডার অফিসার ফজলে এলাহী মাকাম, সাবেক সিইউও সহকারী অধ্যপক রাফিউল আজম, মো. ইউনুছ আলী, সদস্য সচিব সাবেক সার্জেন্ট জাকির হোসেন সবুজ, সিইউও রাফিউল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্স ক্যাডেটের সদস্যরা জানান, নিজেদের অর্থায়নে ঈদ পালনে হতদরিদ্রদের মাঝে চাল, চিনি, সেমাই, দুধ, তেল, লবন, সাবান, শ্যাম্পুসহ প্রতিবন্ধী নারী ও শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়। বিত্তবানদের পাশাপাশি সমাজের সবশ্রেণীর মানুষ যাতে একসাথে আনন্দে ঈদ করতে পারে সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল