দিনাজপুরের ফুলবাড়ীতে নুরুন্নাহার বেগম (৪৫) নামে এক সাবেক পৌর কাউন্সিলরের স্ত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ওই গৃহবধূ ঝাঁপ দেয়।
নিহত নুরুন্নাহার বেগম বারকোনা গ্রামের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর আবু রায়হান বুলবুলের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত গৃহবধূ নুরুন্নাহার বেগম, সাবেক পৌর কাউন্সিলর আবু রায়হান বুলবুলের দ্বিতীয় স্ত্রী হলেও, নুরুন্নাহারের প্রথম ও একমাত্র স্বামী সাবেক এই কাউন্সিলর বুলবুল। নুরুন্নাহার ২ ছেলের জননী। গত কয়েকদিন থেকে সাবেক কাউন্সিলর আবু রায়হান বুলবুলের সাথে নুরুন্নাহার বেগম ও তার দুই ছেলের ঝগড়া বিবাদ চলছিল।
এ পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত ৮টার দিকে তার বাড়ির পাশে রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম