নীলফামারীতে শহরের প্রধান ঈদগাঁহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। এর আগে সকাল সোয়া আটটায় জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইন্স মাঠে।
সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিসি বেগম নাজিয়া শিরিন।
এছাড়া জেলা শহরের উল্লেখযোগ্য ময়দানগুলোর মধ্যে সার্কিট হাউজ ঈদগাঁহ ময়দান ও বারইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাঁহ ময়দানে সকাল পৌণে নয়টায়, জোড়দরগা ও কলেজ স্টেশন ঈদগাঁহ ময়দানে সকাল নয়টায়, গাছবাড়ি পঞ্চপুকুর পাড়া এবং মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদ ঈদগাঁহ ময়দানে সকাল সোয়া নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ময়দানগুলোকে বিভিন্নভাবে সজ্জিতকরণের কাজ চলছে। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ঈদ উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অপ্রিতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের দিনসহ পরের কয়েকদিনও পরিবেশ মনিটরিং করা হবে ঈদ উৎসব ঘিরে।
তাছাড়া রমজান মাস জুড়ে বাজারগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছে নিরাপত্তামূলক কাজের অংশ হিসেবে।
বিডি প্রতিদিন/হিমেল