সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমান আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
কোলকাতার মির্জাখিল শরিফ এবং চট্টগ্রামের মাহমুদাবাদের হযরত ইয়াছিন আলী (র:) এর অনুসারী সহস্রাইল, কাটাগড়, মাইটকুমড়া, বারাংকুলা, ভূলবাড়িয়া, রাখালতলীসহ আশপাশের ১০ টি গ্রামের প্রায় চার হাজার মুসলমান এ ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।
সকাল ১০ টায় সহস্রাইল দায়রা শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মো. মোকলেছুর রহমান।
কাটাগড় গ্রামের বাসিন্দা আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক জানান, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সাথে মিল রেখে আমরা আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবো।
বিডি প্রতিদিন/হিমেল