ঈদুল ফিতর উপলক্ষে যানবাহনের চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, তেমন চাপ নেই যাত্রীদেরও। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গিয়ে দেখা গেছে যানবাহন প্রায় শূন্য মহাসড়কে, কিছুক্ষণ পরপর গাড়ি দেখা যাচ্ছে মহাসড়কে।
পূর্বের ন্যায় নেই কোনো যানজট। নেই কোনো ভোগান্তি, এতে স্বস্তি প্রকাশ করছে পরিবহন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
কথ হলে তিশা পরিবহনের নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মো. তারা মিয়া জানান, যাত্রীদের কিছুটা চাপ আছে। তবে সোমবার যাত্রীদের চাপ আরও বেশি ছিল। নতুন ৩ টি সেতু খুলে দেওয়ায় এবার মহাসড়কে কোনো যানজট নেই। যানজট না থাকার কারণে যথাসময়ে গাড়ি আসতে পারছে। যাত্রীরা সময় মতো গাড়ি পাচ্ছে। এতে যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন।
এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টি আই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, নতুন তিনটি সেতু চালু হওয়ায় মহাসড়কে যানজট নেই। এছাড়া কাঁচপুরে সিগনাল ছাড়াই চট্টগ্রামে যানবাহনগুলো যেতে পারায় মহাসড়কে যানজট নেই। এছাড়া জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ এর নির্দেশে জেলায় বিপুলসংখ্যক ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও মহাসড়কে কাজ করছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন