নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ প্রাণ গেল চার জনের। এসময় আরো ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সম্বুরপুর এলাকার আমিন মিয়ার স্ত্রী রিনা খাতুন (৩৯) ও পিরোজপুর এলাকার মিজান মিয়ার স্ত্রী আছমা বেগম। বাকি দু'জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
কাচঁপুর হাইওয়ের থানার উপ-পরিদর্শক আব্দুস সামাদ জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এসময় আমিন মিয়া, আকাশ মিয়া, আকলিমা বেগম এবং রিংকুসহ ১৩ জন আহত হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু'জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন