নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া গন্ডবপুর গ্রামের বাজারের পাশে বিষ্ণু বর্মণ নামের ৬০ বছরের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১২টা দিকে বৃদ্ধার নিজ ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাসকিন (২৮) নামের এক যুবককে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গন্ডবপুর গ্রামের বিষ্ণু বর্মণ নিজ বাড়িতে একা থাকতেন। ছেলে মেয়েরা ঢাকায় বসবাস করলেও তিনি নিজ এলাকা ছাড়েননি। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিষ্ণুর বাড়ি থেকে হাতে দা নিয়ে পুকুরে রক্ত ধুতে যায় একই গ্রামের এম এ আহাদের ছেলে তাসকিন। তখন এলাকাবাসী তাকে দেখে বিষ্ণুর ঘরে গিয়ে দেখে কুপিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশকে জানালে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাসকিনকে আটক করে ফেলে। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষের ঢল নামে বিষ্ণুর বাড়িতে।
নেত্রকোনা সদর সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষণিক আসামি ধরতে সক্ষম হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৯/মাহবুব