নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মঙ্গলবার দুপুরে হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম (২৫) ওরফে সাইফুল নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তার বাড়ি কেন্দুয়া উপজেলার কৈলাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। সে নায়েব আলীর ছেলে।
নেত্রকোনা জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, একটি হত্যা মামলার ঘটনায় গত ২১ মে আদালতের মাধ্যমে সে হাজতে আসে। মঙ্গলবার সকালে ১০ টার দিকে স্বজনরা দেখা করতে আসলে কথা বলার এক পর্যায়ে বমি করতে থাকে। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে ১২টা ৫ মিনিটের সময় তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার