নাটোরের গুরুদাসপুরের কারিগরি বোর্ডের ভোকেশনাল শাখায় ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় ১৭ শিক্ষার্থী ফেল করেন। এ ঘটনায় ফেল করা শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন।
তাদের সেই আন্দোলনের চাপে পরে প্রধান শিক্ষক ব্যবহারিক নম্বর পাঠালে ফলাফল ইতিবাচক হয়। এতে ওই ১৭জনই পাশ করেন। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পাল স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ১৭ শিক্ষার্থীর পাসকৃত সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তাদের বিশ্বাস ছিল যে ব্যবহারিক নম্বর পাঠানো হলে অবশ্যই তারা পাশ করবে। কিন্তু অভিযুক্ত প্রধান শিক্ষক প্রথমে নম্বর না পাঠালেও আন্দোলনের চাপে পড়ে পরবর্তীতে নম্বর পাঠায় এবং ফলাফল ইতিবাচক হয়।
বিডি প্রতিদিন/হিমেল