বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা প্রদান করেছে। প্রতিষ্ঠান দুটি হলো পৌরশহরের হাটখোলা রোড এলাকার ভুঁইয়া ফার্মেসি ও ডন ফার্মেসি।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নির্দেশে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন।
তিনি জাানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৯৪০ সালের ওষুধ আইনে শেরপুরের ভুঁইয়া ফার্মেসিকে নয় হাজার টাকা ও ডন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/মাহবুব