জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় গর্ভবতী ও মহিলা রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত খানসামার পাকেরহাট সরকারি কলেজ মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খানসামা উপজেলা শাখার আয়োজনে এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের ব্যবস্থাপনা ও সহযোগিতায় প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মেজর (অব.) অশ্রুলতা রায় এ চিকিৎসাসেবা প্রদান করেন।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ননী গোপাল বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামসুদ্দোহা মুকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহম্মেদ শাহ্, পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদত আলী সবুজ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম