গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় প্রতিবন্ধী ছেলেকে হত্যা করার পর বাবা নিজেই আত্মহত্যা করেছেন। নিহত ছেলে রোমান (৮) ও বাবা আ. হালিম(৩০)। ঘটনাটি ঘটে আজ ভোররাতে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় টঙ্গী থানায় অজ্ঞাতা নামা একটি হত্যা মামলা হয়েছে।
জানা যায়, মশলা ব্যবসায় হালিম স্ত্রী ও চার সন্তান নিয়ে ওই এলাকায় শাহজাদা আলমের বাড়িতে ৫ম তলায় ভাড়া হিসেবে বসবাস করে আসছিলেন তাঁরা। আজ ভোররাতে নিজ ছেলে প্রতিবন্ধী রোমানকে শ্বাসরোধ করে হত্যা করার পর বারান্দার গ্রিলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে নিহত হালিমের স্ত্রীর চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। তবে ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করার বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না। রহস্য উৎঘাটনে তদন্তে নেমেছে পুলিশ। নিহতরা নরসিংদী জেলার ভেলা-বো থানার বটেশ্বর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, উভয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে বিষয়টি তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার