ফরিদপুরের ভাঙ্গায় ধর্ষণ মামলায় ১ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলমগীর কবির এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি দুলাল মিয়া অনুপস্থিত ছিল।
জানা গেছে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রামের এক কিশোরীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ২০১২ সালের ১০ জুলাই মিলন নামের এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি ভবনের দোতালায় নিয়ে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে ওই বছরের ২০ জুলাই ৫ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার রায়ে ৫ আসামির মধ্যে সুনামগঞ্জ জেলার দুলাল মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন আদালত রায় ঘোষণা করেন। রায়ে অন্য চার আসামিকে খালাস প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার