চিকিৎসকসহ বিভিন্ন সংকটের জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
এই উপজেলায় ৪৩ হাজার ১৯৫ জন মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক। এতে রোগীরা দালালদের খপ্পরে পড়ছে এবং অনেককে ক্লিনিকে যেতে বাধ্য করছে।
জানা যায়, ৫০ শয্যার বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন আর ৬টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে ৬ জনসহ প্রয়োজন ২৬ জন চিকিৎসক। সেখানে মাত্র ৪ জন চিকিৎসক রয়েছে। অভিজ্ঞ এনেসথেসিসসহ কমিউনিটি ক্লিনিকে কোনো চিকিৎসক নাই। হাসপাতালের প্যাথলজি বিভাগ চালু থাকলেও প্রায় ১২ বছর ধরে এক্সরে মেশিন নষ্ট রয়েছে। অ্যাম্বুলেন্স দুইটির মধ্যে একটি বিকল। ফলে একটি দিয়েই সেবা দেওয়া হচ্ছে। জেনেরেটর মেশিন নষ্টের কারণে অস্ত্রপচার রুম বন্ধ থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন নার্স এর স্থলে ২৬ জন নার্স রয়েছে।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হেমন্ত কুমার রায় জানান, প্রতি মাসের রিপোর্টই চিকিৎসকের চাহিদার কথা জানানো হয়। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০০-২৫০ জন রোগী আসে। ৪ জন চিকিৎসক দিয়ে এসব রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমাসে গড়ে ৫০ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করা হচ্ছে।
উল্লেখ্য, দিনাজপুরের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এলাকা বোচাগঞ্জ উপজেলা। এখানে সেতাবগঞ্জ চিনিকল ছাড়াও রয়েছে অসংখ্যক অটো রাইস মিল, ফিড মিল ও ছোট বড় শিল্প কল খারখানা। ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বোচাগঞ্জ উপজেলার ২২৪.৮১ বর্গ কিলোমিটার-এ প্রায় ১ লাখ ৭২ হাজার ৭৮০ জন লোকের বসবাস।
বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ৬ ইউনিয়নে ২১টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ৫টি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম