রংপুরের পীরগঞ্জে কৃষক আব্দুস সাত্তার হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে স্পেশাল জজ আদালত। ৬ জন পলাতক আছে। বুধবার বিকেলে রংপুরের বিশেষ জজ আহসান তারেক এ রায় দেন।
রংপুর স্পেশাল জজ আদালতের পিপি জয়নাল আবেদীন অরেঞ্জ জানান, ২০০২ সালের ১৪ জানুয়ারী পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রামের মদনখালি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুস সাত্তারকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের পুত্র আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। দীর্ঘ ১৭ বছর ধরে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে ওই আসামীকে দোষী সাব্যস্ত করে বুধবার বিকেলে স্পেশাল জজ আদালতের বিচারক আহসান তারেক ১০ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন ফুলু মিয়া, ছকমল হোসেন, এনসান আলী, মন্টু মিয়া, আকমল হোসেন, মনোহর বর্ম্মন, সাইফুল ইসলাম, শাহাজাহান মিয়া, আবেদ আলী ও দুলা মিয়া। এরমধ্যে ছকমল হোসেন, এনসান আলী, সাইফুল ইসলাম ও দুলা মিয়া রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত থাকলেও বাকীরা পলাতক আছেন। আদালত তার রায়ে পলাতক অভিযুক্তদের গ্রেফতার হওয়ার পর তাদের রায় কার্যকর করার আদেশও দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খাতুনে জান্নাত সুইট জানান, রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার