বাগেরহাটের কচুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মো. সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মাদারতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. সাইদুর রহমান উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, কচুয়া উপজেলার ছোট বগা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বর্তমানে বাগেরহাট সদরের সোনাতলা এলাকার বাসিন্দা সরকারি চাকরিজীবী মো. সাইদুর রহমানের বিরুদ্ধে তারই মামাতো বোন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ভিকটিম উল্লেখ করেন, মো. সাইদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর থেকে সাইদুর রহমান জোবাই গ্রামে তার নিজের ঘরের দোতলার একটি কক্ষে তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক করে আসছিলেন। পরে ধর্ষিতার পরিবার ঘটনাটি জানতে পেরে সাইদুর রহমানকে বিয়ে করতে বললে তিনি বিয়ে করতে অস্বীকার করে। এই ঘটনায় পুলিশ সাইদুর রহমানকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার