কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে ডেমু ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (৩৫) চন্দনা গ্রামের নুরুল আমিন ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকেলে নোয়াখালী হতে লাকসামগামী ডেমু ট্রেন চন্দনা এলাকা অতিক্রম করছিল। এ সময় রেলপথ পারাপার হতে গিয়ে রাসেলকে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে রাসেল মারা যায়।
নিহত রাসেল কানে কম শুনতেন বলে জানা যায়। স্থানীয় উত্তরদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন