সড়ক দুর্ঘটনায়আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী (৭৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।
জানা গেছে, গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে চেয়ারম্যান ইদ্রিস আলী মসুয়া ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কটিয়াদী-মঠখোলা সড়কের শিমুলকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নিকলীগামী একটি মোটরসাইকেল চেয়ারম্যানের চলন্ত বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। ইদ্রিস আলী চলতি মেয়াদসহ দ্বিতীয়বার মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক