কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দক্ষিণপাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয় এসব ইয়াবা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক ক্ষুদে বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দক্ষিণপাড়ার জঙ্গলের মধ্যে মাটির নিচে বিপুল পরিমান ইয়াবা পুঁতে রাখার খবরের উপর ভিত্তি করে বিসিজি স্টেশন টেকনাফের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাটির নিচ থেকে ১ লাখ পিস লাল রঙের ইয়াবা উদ্ধার করে। ঐ স্থান থেকে কোনও লোককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক