রাঙামাটির রাজস্থলীতে সেনা সদস্য নাসিম হত্যা মামলায় একজনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতের নাম ক্য ই চিং মারমা (২০)। আটকের পর সে নিজেকে মারমা লিবারেল পার্টি (এম এল সি) সক্রিয় সদস্য বলে দাবি করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাঙামাটি রাজস্থলী থানায় তাকে হস্থান্তর করে যৌথবাহিনী।
রাঙামাটি রাজস্থলী থানার কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার মধ্যরাতে সেনাবাহিনী মারমা লিবালের পার্টি (এম এল সি) সদস্য ক্য ই চিং মারমাকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ক্য ই চিং মারমা বান্দরবানের ৪নং সুয়ালস ইউনিয়নের বাসিন্দা ক্যউয়া প্রু মারমার ছেলে। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাঙামাটি রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর টহলের উপর অতর্কিত ব্রাশ ফায়ার করে সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় তাদের গুলিতে গুরুতর আহত হয় সেনা সদস্য নাসিম। পরে সে সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/শফিক