কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের স্টেশন সড়কের শহীদি মসজিদের সামনে শোলাকিয়া ঈদগাহ ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শোলাকিয়া ঈদগাহে মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এ ঈদগাহের ঐতিহ্য ম্লান হবে। শুধু তাই নয়, ঈদগাহে মসজিদ নির্মিত হলে ঈদগাহের আয়তন ছোট হয়ে যাবে। শোলাকিয়া শুধু কিশোরগঞ্জের ঐতিহ্য নয়, বিশ্বের অন্যতম ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন বক্তারা।
তারা শোলাকিয়া ঈদগাহের পাশের গরুর হাটটি অন্যত্র সরিয়ে সে জায়গায় অথবা শহরের অন্য কোনো স্থানে মডেল মসিজদটি নির্মাণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, মাওলানা ড. খলিলুর রহমান, ইসরাইল মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন