সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে রাতের অন্ধকারে লাইব্রেরি, আসবাবপত্র ভাংচুরসহ আইনি গ্রন্থ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জজ কোর্ট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. ফাহিমুল হক কিছলু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি এই প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। গত ২১ আগস্ট গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন এই বারের লাইব্রেরির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল, আলমারি গ্লাস ভাংচুর করে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ডিভিশন সম্বলিত বহু বই পুস্তকসহ বাংলাদেশ সংবিধান তছনছ করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। পুরাতন এই সমিতির সম্পত্তি রক্ষার্থে সরকারের হস্তক্ষেপ কামনা করেন আইনজীবীরা।
মানববন্ধন ও সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা