অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ সেপ্টেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, দুপুর ২টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যবৃন্দ ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনসহ মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা এবং জাতীয ফুটবল দলের সাবেক খেলোয়ারবৃন্দ উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুপুর ১২টা হতে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। খেলার বিরতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের নৃত্য ও গান পরিবেশন করা হবে। জাতীয় পর্যায়ের বালকদের উদ্বোধনী খেলায় অংশ নেবে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ও ছিলিমপুর ইউনিয়ন দল। এছাড়া বালিকাদের খেলায় অংশ নেবে টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলা দল।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া অফিসার আল আমিন ও নবাগত জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শামসাদুল আখতার শামীম ও ভারপ্রাপ্ত সম্পাদক মো. নাসির উদ্দিনসহ ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা