বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ কর্মচারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান রোকন।
আটককৃত দুই কর্মচারী হলেন পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিম।
তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে স্বাধীনতা স্বারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মুহিব্বুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, দুই কর্মচারীকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিড-প্রতিদিন/শফিক