দিনাজপুরের চিরিরবন্দরে ব্যাটারিচালিত রিকশাভ্যানের চার্জারের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এন্তাজুল হক (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এন্তাজুল উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের ইসাহাক আলী গেন্দুর ছেলে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটেছে।
পারিবারিক ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে এন্তাজুল হক ব্যাটারিচালিত রিকশাভ্যানের চার্জার খুলতে যায় এবং ঐ বিদ্যুৎ লাইন খুলতে গিয়ে সে বিদ্যুতায়িত হয় এবং মৃত্যুবরণ করে। পুলিশ মরদেহের সুরতহাল করেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিড-প্রতিদিন/শফিক