রংপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুষা মাঝি (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার বৈরাতীহাটে দুপুরে ঘাস কাটতে বের হন ঐ কৃষক। ক্ষেতে ঘাস কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সেখানেই তার মৃত্যু হয়।
নিহত তুষা মাঝি মির্জাপুর ইউনিয়নের পিয়ার গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা। তিনি কৃষি কাজের পাশাপাশি পশুর গো-খাদ্য সংগ্রহ করার জন্য প্রতিদিন বাড়ির সামনের জমিতে ঘাস কাটতেন বলে জানান মিঠাপুকুর থানার ওসি জাফর আলী।
বিডি-প্রতিদিন/শফিক