দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুরের হাউজিং মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শুভ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই মহাসড়কের হাউজিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ দিনাজপুর সদরের উপশহর ৮নং ব্লকে আব্দুল মান্নানের বড় ছেলে।
নিহতের ফুফাতো ভাই জয়নাল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ১২টার দিকে শুভসহ তিনজন একটি মোটরসাইকেলে শহরের দিকে আসছিল। এসময় হাউজিং মোড় এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শুভ। পরে অন্যরা মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শুভকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন