কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন হোসেন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মান্দারগাঁও পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জীবন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছোট ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ইলেকট্রিশিয়ান জীবন বৃহস্পতিবার মান্দারগাঁও পশ্চিমপাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যায়। এসময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জীবন এক কন্যা সন্তানের জনক।
মান্দারগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমকর্মী মো. কুদরত উল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন