কুমিল্লার হোমনা উপজেলা সদরে নতুন কৌশলে তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কখনও বিল্ডিংয়ের মেঝে কেটে, কখনও চালা কেটে চুরির ঘটনা ঘটছে।
বুধবার রাতে উপজেলা সদর চৌরাস্তায় সোহাগ ইলেক্ট্রনিক্সের ওয়ালটন শো-রুমের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটে। এর আগে ২২ এবং ২৩ আগস্ট রাতে সদরের ইউনিভার্সেল কম্পিউটার ট্রেনিং সেন্টরের টিনের চালা কেটে এবং জ্যোতি টেলিকমে দোতলা দালানের নিচে দিয়ে সুড়ঙ্গ ও পাকা মেঝে কেটে চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন সোহাগ ইলেক্ট্রনিক্সের শো-রুমের মালিক আরিফুল ইসলাম সোহাগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই রাতের যে কোনো সময় সোহাগ ইলেক্ট্রনিক্স ওয়ালটন শো-রুমের টিনের চালা কেটে চোরেরা ভেতরে ঢুকে দোকানের মালামাল ও কাগজপত্র তছনছ করে। এসময় ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও এনড্রয়েড মোবাইল সেটসহ দুই লাখ ৫৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছি। মূল চোরকে ধরতে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন