বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-মেয়েসহ ৩ জন পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীর চন্ডিজান এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় থানা পুলিশ দুই জনের জনের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিগ্রামের বিজন চন্দ্রের ছেলে চন্দন কুমার (৩৬), চন্দনের মেয়ে কিরণবালা (৪) ও উজ্জল কুমারের ছেলে অরুপ ওরফে বদো (৬)। বদো সম্পর্কে চন্দনের ভাতিজা। এদের মধ্যে বাবা চন্দন ও মেয়ে কিরণবালার লাশা উদ্ধার হয়েছে। এখনো নদীতে নিখোঁজ বা লাশ উদ্ধার করা যায়নি বদোর।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে শেরপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে করতোয়া নদীতে মাছ ধরতে যান চন্দন কুমার। সে সময় তার মেয়ে ও ভাতিজাও সঙ্গে যায়। নদীতে জাল ফেলে মাছ ধরার ফাঁকে কোনো এক সময় নদীর পানিতে ডুবে ওই তিনজন মারা যান।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চন্দন দুই শিশুকে নিয়ে জালসহ নদী পাড়ি দিতে গিয়ে স্রোতের কারণে ডুবে যান। দুটি লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চন্দনের ভাতিজা অরুপের কোন খোঁজ বা লাশ এখনো পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে নদীতে পানি বেশি থাকার কারণে সে তলিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার