ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় আখাউড়া-চান্দুরা সড়কের রামধনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মোঃ আবদুল হাশিম মিয়ার ছেলে মোবারক মিয়া (৩২) ও একই এলাকার সামসু মিয়ার ছেলে আসাদ মিয়া (২৭)। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-৪৫১৪) জব্ধ করা হয়।
জানা গেছে, সন্ধ্যায় পুলিশের একটি দল রামধনগর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় প্রাইভেট কারে থাকা দুই পাচারকারীকে আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন