ফেনীর পরশুরাম ভারতীয় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন নাইজেরিয়ান নাগরিকসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব ব্যাটালিয়নের (বিজিবি)। বুধবার রাতে উপজেলার কেতরাংগা সীমানাত এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেতরাংগা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭) ও ইজিডিগুও (৩৬), বাংলাদেশী নাগরিক মো. সবুর মিয়া (ড্রাইভার) (৩৭) ও মো. ইমাম হোসেনকে (৩৭) আটক ও একটি প্রাইভেটকার ঢাকা মেট্টো-গ-১৭-৪৭৪০) জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রাইভেট কার যোগে ঢাকা থেকে রওয়ানা দেন। তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, নগদ ১৭ হাজার ২০০ টাকা, দুইটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল পাওয়া যায় বলেও তিনি জানান।
তিনি আরো জানান, আটককৃত পাঁচ জনকে পরশুরাম মডেল থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার