ঠাকুরগাঁওয়ে চা শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রীন ফিল্ড টি ইন্ড্রাষ্ট্রি কর্তৃপক্ষ।
রবিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ড্রাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করবে এমন চুক্তি হয় চাষিদের সাথে। কিন্তু তারা চুক্তি অনুযায়ী চা পাতা না দিয়ে চা তৈরি অনুপযুক্ত আট থেকে দশ পাতা সরবরাহ করে। এতে কোম্পনিটি চায়ের বাজারে প্রতিযোগিতায় গিয়ে মোটা অংকের লোকসানে পড়ে। ইতোমধ্যে তার চা ফেক্টরি থেকে শতাধিক কর্মী ছাঁটাইও করতে হয়েছে বলে জানান তিনি। তাই চাষিদের চুক্তি অনুয়ায়ী তিনপাতা এক কুড়ি কচি পাতা সরবরাহ করার আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ টি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হাসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব