দুই বছরের ইন্টার্নশিপ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা। ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজের সামনে বিশ্বরোডে এ মানববন্ধন করেন তারা।
আজ সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা ১ বছরের ইন্টার্নশিপকে ২ বছর করার প্রস্তাবনাকে সরাসরি বাতিল করে ১ বছরই রাখার দাবিতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজের সামনে বিশ্বরোডে এ মানববন্ধন করেন।
এসময় ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন- আরাফাত হোসেন, মাইশা কবির, খাইরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম