মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মোটর শ্রমিকরা। গতকাল রবিবার রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করে তারা।
আজ সোমবার সকাল থেকে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে, মালিক সমিতির দাবি তারা কোন প্রকার আল্টিমেটাম ছাড়াই ধর্মঘট শুরু করেছেন।
শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে আদায় করছেন। ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু শুধু আশ্বাস দিয়ে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটর মালিক গ্রুপ। এ কারণে মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা।
পাবনা মোটর মালিক সমিতির সভাপতি ফিরোজ আলম খান বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকেরা তাদের মজুরি বৃদ্ধির দাবি দরছিল। কিন্তু মালিকদের গড়িমসির কারনে দাবিটা বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান শ্রমিক নেতারা।
এ বিষয়ে পাবনা মোটর মালিক সমিতির সহ-সভাপতি খকন মালিথা জানান, শ্রমিকরা তাদের মজুরীর কথা বলে আসছিল। তাই বলে তারা এ ধরনের ধর্মঘটের ডাক দিবে আমরা বুঝতে পারি নাই। এক কথায় তারা কোন প্রকার আল্টিমেটাম ছাড়াই এই কর্মসূচী দিয়েছে। আমরা কেউই বিষয়টি জানিনা।
এদিকে, কর্মবিরতি শুরুর পর আজ সকালে পাবনা থেকে কোনো কোচ বা বাস ছেড়ে যায়নি। এতে করে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। অনেক যাত্রীকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে ফিরে যেতে দেখা গেছে। অপরদিকে, অনেকেই কষ্ট করে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, পাবনা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে বিষয়টি নিরসনের চেষ্টা চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ