ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট গ্রামে চাচাতো লাইয়ের লাঠির আঘাতে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তরিকুল ভায়না ইউনিয়নের হরিয়ারঘাট গ্রামের মৃত জমির উদ্দীন ফকিরের ছেলে। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান সোমবার সকাল ৯টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই হাবিবুর রহমানের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তরিকুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে হাবিবুর। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তরিকুলের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে হাবিবুর পলাতক রয়েছে। থানায় মামলার পক্রিয়া চরছে। লাশ ময়না তদেন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ