বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র উদ্যোগে সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার খান, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা উপজেলা বিএনপি আহ্বায়ক আ. গফফার তালুকদার ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপি’র দফতর সম্পাদক নুরুল আলম রাজু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, আওয়ামী লীগ একদিকে চোখের পানি ফেলে গণতন্ত্রের কথা বলে, অপরদিকে রাতের আধারে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে পদদলিত করে। অথচ দেশে যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে জেলে যেতে হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বলে স্বাধীনতাবিরোধীরা নাকি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আসলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামী লীগ নেতারাই।
সভার শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম