বগুড়ায় এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার আলী হাসান টুকুর ছেলে ফরিদুজ্জামান ওরফে ফরিদ (৩২), ইসাহাক শেখ লালুর ছেলে বেলাল হোসেন ওরফে বিপ্লব (২৮) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে শহীদ হোসেন রকি (২৮)।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, রবিবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা অস্ত্রকারবারী।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি দল অস্ত্র কেনার জন্য গ্রেফতার হওয়া ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। রবিবার রাতে সদরের নিশিন্দারা কারবালা এলাকায় একটি ফার্নিচারের দোকানে বিদেশি পিস্তল বিক্রি করতে আসে ওই তিনজন। এর আগে থেকেই ডিবি পুলিশের একটি দল আশপাশে অবস্থান নিয়ে থাকে। ক্রেতা সেজে আসা এক ডিবি সদস্য তিনজনের সঙ্গে অস্ত্র দরদাম করার সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/কালাম