দিনাজপুর সদরে জাতীয় শিশু মৌসুমী প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে দিনাজপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।
এ সময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষকরা প্রতিযোগিতায় সহযোগিতা করেন।
সোমবার সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক খ আলাওল হাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম