বরিশাল জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর সহযোগীতায় সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশালের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায় এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। কর্মশালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ, রূম্পা ঘোষ, মো. সাইফুল ইসলাম সহ মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া এবং মুলাদী উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় প্রকল্পের কর্মকাণ্ড বাস্তবায়ন পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন