বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ বালু ব্যবসার দায়ে মাহবুবুর রহমান সমাপ্ত (২৭) নামের এক বালু ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডের ১ লাখ টাকা জমা করতে না পারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে দণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস ছালামের ছেলে মাহবুবুর রহমান সমাপ্ত পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বসবাস করে। সে গত কয়েক দিন যাবত ধুনট-সোনামূখী বাইপাস সড়কের পাশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে রবিবার সন্ধ্যা ৬ টায় ভ্রাম্যমাণ আদালত ওই বালু ব্যবসায়ীকে আটক করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা আর্থিক দণ্ড ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা এ দণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার