ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাজীরহাট বাজারে নিজের দোকান থেকে নূরুন্নবী (৫৫) নামের এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশ উদ্ধারের সময় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঋণের দায়ে জর্জরিত নূরুন্নবী মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে নূরুন্নবী দীর্ঘ দিন ধরে কাজীরহাট বাজারে মুদি ব্যবসা করছিলেন। ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫-৬ লাখ টাকা বাকি পড়েছে। দোকান চালাতে তিনি বিভিন্ন এনজিও ও স্থানীয়দের কাছ থেকে চড়া সুদে প্রায় ৮/১০ লাখ টাকা ঋণ নিয়েছেন।
একদিকে, নিজের পাওনা আদায় করতে পারছেন না। অপরদিকে, ঋণের টাকাও পরিশোধ করতে পারছেন না। এতে তিনি মানসিক চাপের মধ্যে পড়ে যান। এ অবস্থায় সোমবার সকালে নুরুন্নবীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
চিরকুটের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ওসি।
বিডি প্রতিদিন/কালাম