মাদক ব্যবসা ছেড়ে সুন্দর-স্বাভাবিক জীবনে আসার অঙ্গীকার করে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আত্মসমর্পণ করেছেন এক সময়ের মাদক ব্যবসায়ী কমল ও তার পরিবার।
সোমবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পিতা-মাতা, স্ত্রী ও দুই শিশু সন্তানসহ সপরিবারে হাজির হয়ে আত্মসমপর্ণপূর্বক মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কমল উপজেলার জামতৈল গ্রামের সমর সাহার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, যদি কোন মাদক ব্যবসায়ী তাদের ভুল বুঝতে পেরে সুস্থ-জীবনে ফিরে আসে তবে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। কমল ও তার পরিবার আজ আত্মসমপর্ণ করেছে। আমরা চাই কমল ও তার পরিবার সুস্থ জীবনে ফিরে আসুক। সুস্থ জীবনে ফিরে আসতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।
কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ জানান, মাদক ব্যবসায়ীরা যদি সুস্থ জীবনে ফিরে আসে তবে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব