যাত্রীবাহী একটি বাস থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধভাবে পাচার হওয়া ১২০ পিস কাঠ জব্দ করেছে ভোলার বন বিভাগ। সদর উপজেলার ইলিশা জংশন ফেরিঘাট এলাকা থেকে সোমবার ওই কাঠ জব্দ করা হয়। ঘরের চৌকাঠে ব্যবহার যোগ্য ওই কাঠ স্থানীয়দের কাছে আজুবী লোহা বা গোদা কাঠ নামে পরিচিত বলে জানিয়েছে বন বিভাগ।
ভোলা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে অবৈধ কাঠগুলো জব্দ করা হয়। এ সময় কাঠের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি পরিবহন কর্তৃপক্ষ। তা ছাড়া কাঠের মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/মাহবুব