পটুয়াখালী জেলার গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসুর খলিফা (৩২) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার কোকাইতবক গ্রামের সিরাজুল হক খলিফার ছেলে মানসুর বাড়ির সামনে গ্যরেজে ইজিবাইকে চার্জ দেয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/মাহবুব