লক্ষীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ফুটবল বিরতণ করা হয়। ১২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি, ৬০ টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসায় ২টি ও ০৬ টি কলেজে ২টি করে ফুটবল বিতরণ করা হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম বানু শান্তির সভাপতিত্বে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন