ময়মনসিংহের ফুলপুর উপজেলাকে গ্রিন ফুলপুরে রূপায়িত করতে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন পৌর মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ কুতুব চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাবু শশধর সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব