রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, বিগত ১০ বছরে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা আগামীতেও চলবে। কোথাও উন্নয়ন করা লাগবে, এমন চাহিদা আমার কাছে পৌঁছে দেওয়া হলে তা বাস্তবায়নের জন্য আমি উদ্যোগ নেব।
সোমবার বিকালে রাজশাহী মহানগরীর হামিদপুর উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাদশা বলেন, চার কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলো। নগরীর আরও ৬টি স্কুলে সমপরিমাণ বাজেটে চমৎকার ভবন নির্মাণ করা হচ্ছে। এই উন্নয়ন আগামীতেও অব্যাহত থাকবে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, এই ১৭ নম্বর ওয়ার্ডে আগে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিলো। নওদাপাড়া গার্লস স্কুল, হামিদপুর উচ্চ বিদ্যালয়, শাহ মখদুম স্কুল ও মহানগর কলেজ। এই সব প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। অতিরিক্তভাবে হয়েছে শহীদ বুদ্ধিজীবী কলেজ ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তিন বছরের মধ্যে এ এলাকায় মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও ক্যাম্পাস হচ্ছে। শিক্ষা-দীক্ষার প্রসারে এই এলাকা পিছিয়ে থাকবে না।
এ সময় ফজলে হোসেন বাদশা ১৭ নম্বর ওয়ার্ড নিয়ে নিজের নানা উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, এই এলাকার তিন দিকে তিনটি কাঁচাবাজার চালু করতে হবে। তাহলে শহরের বাইরে থেকে কৃষকরা এসে এখানে নায্যমূল্যে তাদের জমির ফসল বিক্রি করতে পারবে। তখন তাদের মধ্যস্বত্ত্বভোগীদের খপ্পড়ে পড়তে হবে না। এর ফলে কৃষকরা লাভবান হবেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও হামিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাব, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাহু, ওয়ার্কার্স পার্টির শাহ মখদুম থানা সম্পাদক মিজানুর রহমান টুকু, শাহ মখদুম কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান, হামিদপুর স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন