বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর গ্রামের একই পরিবারের ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে এক বছরের খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করেছে বিএনপি। জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সোমবার ওই পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।
এসময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বর্তমান সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেছে। দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার শেষ জীবনটা জেলে কাটাতে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশে খুন, ধর্ষণ ও গুম হত্যা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। এর কারণ হলো দেশে আইনের শাসন নেই।
এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা বি.এন.পির সাবেক সভাপতি মীর শাহে আলম, জেলার কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, সোহেল রানা, থানা বি.এন.পি নেতা এবিএম কামাল সেলিম, মাহবুব আলম মানিক প্রমুখ।
প্রদানকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, সয়াবিন তেল, মসুর ডাল, লবণ, চিনি, কয়েকটি শাড়ি, লুঙ্গি জামা, পায়জামা পাঞ্জাবি ও শিশু পোষাক।
দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের সদস্য শহিদুল ইসলাম জানান, তার বাবা মৃত আব্দুল জব্বারও ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। তারা চার ভাই ও তিন বোনের মধ্যে শুধুমাত্র এক ভাইয়ের দৃষ্টি শক্তি রয়েছে। অন্য তিন ভাই, তিন বোনসহ তাদের সন্তানদের মধ্যে ৮ জন দৃষ্টি প্রতিবন্ধী। বোনদের বিয়ে দেয়া হলে তাদের সন্তানরাও দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে। বোনসহ তাদের সন্তানরা এখন তাদের বাড়িতে থাকে।
এসব সামগ্রী পেয়ে তিনি জানান, মানুষের কাছে হাত পেতে তাদের সংসার চলে। আজ এসব সহায়তা পেয়ে তারা সবাই অনেক খুশি।
বিডি প্রতিদিন/হিমেল