“নদী বাঁচাও দেশ বাঁচাও” এ শ্লোগানে ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া দুই উপজেলার সংযোগ বেদুরিয়া নদীর উপর অপরিকল্পিত কালভার্ট নির্মাণ পরিবর্তন করে ব্রিজ নির্মাণের দাবিতে র্যালি, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার উপজেলার গাজীরহাট সংলগ্ন ওই বেদুরিয়া ব্রিজের ওপর দুই উপজেলার স্থানীয়দের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে দুই উপজেলার স্থানীয় লোকজন, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৮ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে প্রায় আধ ঘণ্টা সড়কের ওপর বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর পূর্বে ভেদুরিয়া ব্রিজ থেকে একটি র্যালি বের করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম কুহু গাজী, মো. আফজাল হোসেন, মো. গোলাম কবির, মো. সোহেল মুন্সি প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার নদী বাঁচাতে, কৃষক বাঁচাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেখানে ভেদুরিয়া নদীর ওপর অপরিকল্পিত ভাবে নদী ভরাট করে মাত্র ৩০ ফুট একটি কালভার্ট নির্মাণ করার প্রস্তুত চলছে। বর্তমানে ভেদুরিয়া নদীর উপর ৯৫ ফুট লম্বা একটি বেইলি ব্রিজ রয়েছে। এ নদী ভরাট করে ব্রিজের পরিবর্তে কালভার্ট নির্মাণ করলে ওই এলাকার কয়েক হাজার ফসলি জমি নষ্ট হয়ে যাবে। এতে কৃষি কাজ ব্যাহত হবে। এ নদী থেকে মানুষ বড় বড় নৌকা ও ট্রলার যোগে পার্শ্ববর্তী উপজেলা বেতাগি, ভান্ডারিয়াসহ মীরের হাট বন্দর, আওরাবুনিয়া যাতায়েত করে থাকে।
তারা আরো বলেন, এই ভেদুরিয়া নদী ৬০ ফুট দুই পাশে প্রস্থ করে আবার খনন করতে বর্তমান সরকার অনুমোদন দিয়েছে। এমতাঅবস্থায় এ নদী ভরাট করে ব্রিজের পরিবর্তে কালভার্ট নির্মাণ করা হলে এ নদীর সাথে ছোট ছোট শাখা নদীগুলো ভরাট হয়ে যাবে। এতে সরকারের মহতি উদ্যোগ বাস্তবায়নে বাধাগ্রস্ত হবে। এরপরেও তাদের এ দাবি মানা না হলে পরে আরো কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বিডি-প্রতিদিন/মাহবুব